দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন অব্যাহত


নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ অব্যাহত।দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তবর্তী এলাকা গাজীপুরে কৃষকদের আন্দোলন ২৩ দিনে পড়ল।রবিবার বিক্ষোভরত কৃষকদের তরফে জানানো হয়েছে এদিন শহীদ দিবস উদযাপন করা হবে। কৃষক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের স্মৃতির প্রতি এদিন শ্রদ্ধা জ্ঞাপন জানানো হবে।

ভারতীয় কিষান ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঙ্গে রাম তেয়াগী জানিয়েছেন, বিক্ষোভরত অবস্থায় যেসব কৃষকরা প্রাণ হারিয়েছে তাদের উদ্দেশ্যে এই দিনটিকে স্মরণ করা হবে।অন্যদিকে দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকা সিংঘু তে কৃষকদের চিকিৎসার জন্য পাঞ্জাবের হাসপাতাল থেকে একদল চিকিৎসক গিয়েছেন। ঘটনাস্থলে আসা লুধিয়ানার হাসপাতালে কর্মরত নার্স হর্ষদীপ কৌর জানিয়েছেন যে তারা কৃষক আন্দোলনের পক্ষে রয়েছে।