আন্দোলনরত অবস্থায় নিহত কৃষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): কৃষক আন্দোলন করতে গিয়ে যে সকল কৃষক প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কৃষকদের আত্মত্যাগ ব্যর্থ হবে না বলে দাবি করেছেন রাহুল গান্ধী। রবিবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, কৃষকদের সংগ্রাম এবং আত্মত্যাগ অবশ্যই সাফল্যমন্ডিত হবে এবং নির্ণয়ক ফলাফল বের হবে। কৃষক ভাই ও বোনেদের কুর্নিশ জানাই। নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী একটি খবরের কাটিং পোস্ট করেন।


উল্লেখ্য, বিগত ২৩ দিন ধরে দিল্লি সীমান্তবর্তী এলাকার কৃষকরা বিক্ষোভ দেখিয়েছে। রাজধানীর বিজ্ঞান ভবনে কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষক নেতাদের বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি।