নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): শীতে জবুথবু রাজধানী দিল্লি।ঘন কুয়াশার কারণে শহরজুড়ে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে।শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বায়ু দূষণ।সবথেকে বেশি অসুবিধা মুখে পড়েছে রাস্তার বসবাসকারী মানুষ। আনন্দ বিহার এলাকায় দেখা গেল শীতের হাত থেকে বাঁচার জন্য আগুনের তাপ নিচ্ছে অনেকে। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করছে তারা।
সেখানকার এক স্থানীয় বাসিন্দা সুরেশ জানিয়েছে যে সে নিজে একজন সিকিউরিটি গার্ড।সারারাত প্রবল ঠান্ডা ও কুয়াশার মধ্যে নিজেকে গরম রাখাই সবচেয়ে কঠিন কাজ। এদিন দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৯। রাজধানীর লোধি রোড, পুসা রোড, মথুরা রোডে বায়ু দূষণের মাত্রা ভয়াবহ। দিল্লির পার্শ্ববর্তী শহর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এ শীতে জবুথবু মানুষ। জনবহুল এলাকাগুলিতে মানুষ রাস্তার ধারে কাঠ জ্বেলে আগুন ধরিয়ে গা গরম করার চেষ্টা করছে।

