নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি. স.): করোনা পরিস্থিতির মধ্যে গোয়ায় অনুষ্ঠিত ৫১ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৩টি পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবিকে বেছে নেওয়া হয়েছে। উৎসবে ভারতীয় প্যানোরোমা বিভাগে তুষার হীরানান্দনির পরিচালিত ছবি সান্ড কি আঁখ প্রদর্শিত হবে। বাছাই করা ২৩টি পূর্ণদৈর্ঘ্য ছায়াছবিকে ১৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। ১২ সদস্যের নির্বাচন সমিতি এই ২৩ ছবি বেছে নেয়। নির্বাচন সমিতির কাছে সব মিলিয়ে ১৮৩ ছবি এসেছিল। তার মধ্যে থেকে ২৩ ছবিকে বেছে নেওয়া হয়েছে। বাছাই করা ছবিগুলির মধ্যে তিনটি হিন্দি। এগুলি হল ছিছরে, সান্ড কি আঁখ, আবর্তন। এছাড়াও বাছাই করা ছবির মধ্যে রয়েছে অসমীয়া, ইংরেজি, বাঙালি, কন্নড় ভাষার ছবি।