কাবুল, ১৮ ডিসেম্বর (হি. স.) : আফগানিস্তানের গজনি প্রদেশের গেলান জেলায় বিস্ফোরণে মৃত্যু হল ১৫ জনের। ঘটনায় জখম হয়েছেন আরও ২০ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। গেলান জেলার পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত করছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়ক দপ্তরের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, এদিন দুপুরে গজনি প্রদেশের গেলান জেলায় একটি সমাবেশে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। জখমদের হাসপতালে চিকিৎসা চলছে। তবে কীভাবে বিস্ফোরণ হল বা বিস্ফোরণের পেছনে কোন জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।