নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ গোটা দেশের কৃষকদের বিদ্রোহ চলছে৷ কৃষকদের পাশাপাশি আপামর জনগণও দুর্দশার শিকার৷ কৃষি ও শিল্পের পাশাপাশি ব্যাঙ্কিং ক্ষেত্রকেও বেসরকারীকরণ ও পুঁজিপতিদের হেপাজতে দেয়ার চেষ্টা চলছে৷ কেন্দ্রের বিজেপি সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ বুধবার সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন মানিক সরকার৷
তিনি এরাজ্যে বিজেপি জোট সরকারের বিরুদ্ধেও তীব্র বিষোদ্গার করেন৷ তিনি অভিযোগের সুরে বলেন, দেশের জাতীয় রাজধানীতে কৃষকরা বিক্ষোভ আন্দোলন সংগঠতি করছে৷ আর আগরতলায় বিজেপির তরফ থেকে কৃষি বিলের সমর্থনে সভা করা হচ্ছে৷ বোঝানের চেষ্টা করা হচ্ছে কৃষি বিল জনহিতকর৷ মানিক সরকার বলেন, রাজ্যের পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌঁছতে হবে কৃষক সভাকে৷ সেখানে কৃষকদের সমস্যা শুনতে হবে এবং তাদেরকে একত্রিত করে গণআন্দোলন সংগঠিত করতে হবে৷ তবেই দিল্লীতে যারা আন্দোলন করছেন সেইসব কৃষকদের সমর্থনের বিষয়টি পূর্ণতা পাবে৷
এদিকে, এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব নারায়ণ কর বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল সে সব প্রতিশ্রুতি বিপরীতে গিয়ে মানুষের দুর্দশা বৃদ্ধি করছে৷ গ্রামে হাহাকার চলছে, কাজ এবং খাদ্যের অভাব, মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ ফসল উৎপাদন করতে পারছে না৷ গোটা রাজ্যে ফসল উৎপাদনের সামগ্রী লুটপাট চলছে৷ কৃষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷
তিনি বলেন, কৃষি দপ্তরের নাম পরিবর্তন করে কৃষক কল্যাণ দপ্তর রাখা হয়েছে৷ কিন্তু বর্তমান কেন্দ্র সরকার এবং রাজ্য বিজেপি সরকারের আমলে কৃষকদের কল্যাণে আসছে না দপ্তর৷ মন্ডলের নেতারা গোটা রাজ্যে লুটপাট করছে৷ কৃষকরা দুর্দশার শিকার হচ্ছে৷ আজকের সম্মেলন থেকে আওয়াজ তোলা হচ্ছে আরো বেশি ঐক্যবদ্ধভাবে কৃষকদের দাবি আদায়ের জন্য এগিয়ে আসতে হবে৷ কৃষক বিরোধী বিজেপি এবং আইপিএফটি সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ আরো জানান, গোটা দেশের সাথে রাজ্য জনবিচ্ছিন্ন করতে চাইছে সরকার৷ সেদিকে গুরুত্ব দিয়ে এ ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে জানান নারায়ণ কর৷ এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বরিষ্ট সিপিএম নেতা নারায়ন রুপানি, রাধাচরণ দেববর্মা, পবিত্র কর প্রমুখ৷