নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ বুধবার সাত সকালে রাজধানীর রাধানগর পাকা সেতুর নিচে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় লোকজন রাধানগর পাকা সেতুর নিচে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে আগরতলা পূর্ব থানার পুলিশকে খবর দেন৷
খবর পেয়ে পূর্ব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পাকা সেতুর নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়৷মৃতদেহটি উদ্ধার করা হলেও তার কোনো পরিচয় পাওয়া যায়নি৷আগরতলা পূর্ব থানার পুলিশ অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷রাধানগর এলাকায় আকাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷