মাতাবাড়ির অমরনগরে ফেন্সিডিল সহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ ডিসেম্বর৷৷ গোপন সংবাদের ভিওিতে পুলিশের সাফল্য পেল রাধা কিশোর পুর থানায় পুলিশ৷ রবিবার দুপুরে এই সাফল্য এসেছে রাধা কিশোর পুর থানার অন্তর্গত মাতাবাড়ির অমরনগর কলোনি এলাকার শিবু দাসের বাড়ি থেকে৷ শিবু দাসের বাড়িতে তলাসি করে ৮৪ বোতল ফেনসিডিল সহ শিবু দাস নামক এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷

উদয়পুর মহকুমা পুলিশের দায়িত্বে থাকা মহাকুমা পুলিশ আধিকারিক অরিন্দম রিয়াং-এর নেতৃত্বে রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথ , এস আই মিজারুল রহমান সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা যৌথ ভাবে এই অভিযান চালায়৷ সূত্র মারফৎ জানা যায় রাধাকিশোরপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রবিবার কোর্ট বন্ধ থাকায় আসামি শিবু দাসকে সোমবার সকালে আদালতে তোলা হবে৷ এই অভিযান জারি থাকলে যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করা যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন৷