পানিসাগরে কান্ডে নিহত বিশ্বজিৎ ও শ্রীকান্তের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ডেমডুম এ ডি সি ভিলেজের রামগোপাল পাড়ায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে যান৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহতের স্ত্রী, মাতা, পিতা ও শিশু কন্যা সহ পরিবার পরিজনদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান৷ এই সফরে মুখ্যমন্ত্রী সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক সুুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাস৷ উপস্থিত সবাই নিহত বিশ্বজিৎ দেববর্মা প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীর হাতে আগ্ণি নির্বাপক দপ্তরে চাকুরীর নিয়োগ পত্র তুলে দেন৷ পাশাপাশি নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীর হাতে আড়াই লক্ষ টাকার চেক এবং মায়ের হাতেও আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন৷


সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিশ্বজিৎ দেববর্মা অত্যন্ত গরীব পরিবারের সন্তান ছিলেন৷ বিশ্বজিৎ দেববর্মা এক নির্মম ঘটনায় প্রাণ হারান৷ মুখ্যমন্ত্রী বলেন, নিহত বিশ্বজিৎ দেববর্মার ছোট শিশুকন্যার ভবিষ্যৎ যাতে উজ্জল হয় এবং শিশুকন্যাটি যাতে তার পিতার আশা ও আকাঙ্খা পূরণ করতে পারে সেজন্য সরকার সর্বদা সহযোগিতার হাত সম্প্রসারণ করবে৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গৌরীশংকরপুরে সম্পতি নিহত শ্রীকান্ত দাসের বাড়িতে যান৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পুলিশ সুুপার ভানুপদ চক্রবর্তী, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক চাঁদনি চন্দ্রান, ডি সি এম দিব্যেন্দ দাস প্রমুখ৷ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখও নিহত শ্রীকান্ত দাসের প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷


সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাস, মাতা রীনা দাসের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাসের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন৷ মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন থেকে নিহত শ্রীকান্ত দাসের পরিবারের অন্যান্য সমস্ত রকম সুুযোগ সুুবিধা প্রদানের ক্ষেত্রে সবরকম খোজ খবর নেওয়া হবে ও সহযোগিতার করা হবে৷


তাছাড়াও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ গৌরীশংকরপুরের বাসিন্দা পানিসাগরে রাস্তা অবরোধের সময়ে পায়ে গুলী লেগে আহত গকুল চন্দ্র দাসের বাড়ীতেও যান এবং তাদের পরিবারের সকলের সাথে কথা বলেন৷ আহত গকুল চন্দ্র দাসের চিকিৎসা বাবদ খরচের যাবতীয় ব্যয় সরকার বহন করবে৷ এজন্য প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করতে বলেন মুখ্যমন্ত্রী৷