নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার আগরতলায় কর্নেল চৌমুহনীতে সমন্বয় কমিটির কার্যালয়ের সামনে ৯দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷ এর অঙ্গ হিসেবে এক ঘন্টার বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন সংগঠনের নেতৃবৃন্দ৷
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে ,রাজ্যে বেতন কমিশনের সুপারিশ গুলি যথাযথ ভবে কার্যকর করতে হবে৷ সবর্োপরি কেন্দ্রীয় সরকারের অন্যায় অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে৷জনস্বার্থ এবং কর্মচারী সম্বলিত ৯দফা দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে সংগঠনের সম্পাদক অঞ্জন রায় চৌধুরী জানিয়েছেন৷ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে ৯ দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় সংগঠনের কর্মী-সমর্থকরা শমিল হন৷আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য সংগঠনের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন৷
আন্দোলনে শামিল হয় সংগঠনের রাজ্য সম্পাদক অঞ্জন রায় চৌধুরী অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের সম্পর্কিত বিষয় নিয়ে ছেলে খেলা শুরু করেছে৷কেন্দ্রীয় সরকারের এ ধরনের কার্যকলাপ কর্মচারী সমাজ কোনভাবেই মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷কেন্দ্রীয় সরকারকে এসব বিষয়ে হুঁশিয়ারি করে অঞ্জন বাবু বলেন এখনও যদি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কর্মচারীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷ এজন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন৷

