সংসদ ভবন হামলায় নিহতদের শ্রদ্ধার্ঘ্য লোকসভার অধ্যক্ষের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): ২০০১ সালে সংসদ ভবন হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন, ২০০১ সালের এইদিনে সংসদকে রক্ষা করার লক্ষ্যে পুলিশ এবং সংসদের কর্মীরা প্রাণ হারিয়েছিলেন। তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য রইল। তাঁদের আনুগত্য এবং বীরত্ব ক্রমাগত অনুপ্রাণিত করে যাবে আমাদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আরো সঙ্ঘবদ্ধ করবে।


 ২০০১ সালের ১৩ ডিসেম্বর সকালে ৫ জন সশস্ত্র জঙ্গী অতর্কিতে দিল্লির সংসদ ভবনে ঢুকে হামলা চালায়। ৪০ মিনিট ধরে সংসদ ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই হয়। জঙ্গি হামলায় প্রাণ হারায় ১৪ জন। জঙ্গিরা সংসদ ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় সংসদের ভেতরে ১০০ জনের মতো সাংসদ ছিল। পরে জানা যায় এই হামলার পেছনে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের হাত ছিল।