চিরকৃতজ্ঞ রাষ্ট্র শহীদদের আত্মবলিদানকে স্মরণ করছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): ২০০১ সালে সংসদ ভবন হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বীর শহীদদের আত্মবলিদানের জন্য দেশ চিরকৃতজ্ঞ থাকবে বলে নিজের টুইট বার্তায় জানিয়েছেন তিনি। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ২০০১ সালের এই দিনে সংসদকে রক্ষা করতে গিয়ে যে সকল বীর শহীদ নিজের জীবনের আত্মবলিদান দিয়ে গিয়েছিল। তাঁদের কৃতজ্ঞ রাষ্ট্র বিনম্রতার সঙ্গে স্মরণ করছে।

গণতন্ত্রের মন্দিরকে রক্ষা করতে গিয়ে যেসকল রক্ষকরা আত্ম বলিদান দিয়েছে তাঁদেরকে স্মরণ এর মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অঙ্গীকার আরো সুদৃঢ় হয়ে উঠবে। উল্লেখ করা যেতে ২০০১ সালের ১৩ ডিসেম্বর সকালে ৫ জন সশস্ত্র জঙ্গী অতর্কিতে দিল্লির সংসদ ভবনে ঢুকে হামলা চালায়। ৪০ মিনিট ধরে সংসদ ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই হয়। জঙ্গি হামলায় প্রাণ হারায় ১৪ জন। জঙ্গিরা সংসদ ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় সংসদের ভেতরে ১০০ জনের মতো সাংসদ ছিল। পরে জানা যায় এই হামলার পেছনে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের হাত ছিল। এই হামলার পর সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। ভারতীয় সেনাবাহিনী বিপুল পরিমাণে নিয়ন্ত্রণ রেখার কাছে চলে যায়। সংসদে সন্ত্রাসবাদী হামলাকে আজও ভোলেনি ভারত।