স্ত্রীকে কুপিয়ে হত্যা অবশেষে গেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ ডিসেম্বর৷৷ গত ২২অক্টোবর দুর্গা পূজার ষষ্ঠীর দিন বিকাল বেলায় উদয়পুর তেপানিয়া গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা ঘোষকে তার স্বামী রূপক ঘোষ দা দিয়ে কুপিয়ে হত্যা করে৷ হত্যার পর রূপক গা ঢাকা দেয়৷ রূপক কে গ্রেফতার করার জন্য তেপানিয়া এলাকার মহিলারা আন্দোলন সংঘটিত করে৷


প্রায় ৪৩ দিনের মাথায় আর কে পুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেপানিয়া গ্রাম পঞ্চায়েত থেকে গতকাল তাকে গ্রেফতার করে৷ আজ রূপক কে আদালতে হাজির করলে মাননীয় বিচারক রূপক কে চৌদ্দ দিনের জেল হাজতের নির্দেশ দেন৷ এই ঘটনায় আর কে পুর থানার কেস নং ১৫১/২০৷ ধারা নং ৪৯৮/ ৩০২/ ৩৪ আই পি সি৷
এখানে উল্লেখ থাকে যে রূপক বিয়ের পর থেকেই পণের জন্য তার স্ত্রী ঝর্ণার উপর অকথ্য নির্যাতন চালাতো৷ অই নিয়ে কয়েক বার সালিশি সভাও হয়েছে৷ শেষমেশ পণের জন্য রূপক তার স্ত্রী ঝর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করেছে৷ এলাকাবাসী রূপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ উল্লেখ থাকে যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক রূপক ঘোষের ভাই দীপক ঘোষ ও জেল হাজতে আছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *