পৃথক স্থানে দুই গৃহবধূকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার মহকুমার সিঙবিল এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তরা হল প্রসেনজিৎ দেবনাথ এবং মধুসূদন দেবনাথ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গেছে সেঙবিল এলাকায় এক গৃহবধূকে দুই যুবক মিলে ধর্ষণ করে৷এ ব্যাপারে মহিলা সাবরুম থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করেন৷অভিযোগ পাওয়ার সাথে সাথেই সাবরুম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে৷
তৎপরতা চালিয়ে পুলিশ অফিসার তাদের জালে তুলতে সক্ষম হয়েছে৷ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷


এদিকে, জিরানিয়া থানা এলাকার চম্পকনগর এলাকায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তের নাম রমেন দাস৷এ ব্যক্তি ধর্ষিতা মহিলার বাড়িতে ভাড়া থাকতো৷ তার একটি গাড়ি রয়েছে৷বাড়ির মালিক ইনি মহিলা তার গাড়ির ভাড়া করে মান্দাই এলাকায় নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন৷ নিমন্ত্রণ খেয়ে গাড়ি করে বাড়িতে ফেরার সময় মহিলাকে ধর্ষণ করে ওই ব্যক্তি৷ এ ব্যাপারে মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর৷


পুলিশ এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে৷ গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত রমেন দাস পালিয়ে বেড়াচ্ছিল৷ কিন্তু তার সেই প্রয়াস ব্যর্থ হয়েছে৷ পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে আদালত থেকে তাকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দেওয়া হয়৷অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷