নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ধলাই জেলার কমলপুর শহরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ জানাজায় গতকাল গভীর রাতে বাজারের বেশ কয়েকটি দোকানে পরপর চুলের দল হানা দেয়৷ চোরেরা হানা দিয়ে প্রচুর জিনিসপত্র এবং নগদ টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গেছে৷ দোকান গুলির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসে৷ খবর পেয়ে সংশ্লিষ্ট দোকানের মালিকরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় কমলপুর থানার পুলিশকে৷
পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে৷ তবে এখনও পর্যন্ত এই চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ কমলপুর শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে বেশ কয়েকটি দোকানে পরপর চুরির ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷কমলপুর শহর এবং শহরতলি এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে৷ পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা৷পুলিশ সক্রিয় থাকলে কমলপুর শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা কোনোভবেই ঘটতে পারত না বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেছেন৷ এই চুরির ঘটনার জন্য পুলিশকে তারা বহুলাংশে দায়ী করেছেন৷

