পাটনা, ২ ডিসেম্বর (হি.স.): প্রয়াত রামবিলাস পাসোয়ানের শূন্য আসনে ভোট হবে আগামী ১৪ ডিসেম্বর। ওই রাজ্যসভা আসনের উপ-নির্বাচনে এনডিএ-র পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদীকে। বুধবার রামবিলাসের আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সুশীল মোদী। মনোনয়ন জমা দেওয়ার সময় সুশীল মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। নীতীশ কুমার জানিয়েছেন, ‘সুশীল মোদীজির উপর আমাদের পূর্ণ সমর্থ রয়েছে।’
আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। ওইদিন বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ ডিসেম্বর। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাসের প্রয়াণে আসনটি ৮ অক্টোবর থেকে খালি রয়েছে। বিহারের রাজ্যসভার ওই আসনের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২ এপ্রিল।