কৌশাম্বী (উত্তর প্রদেশ)/হায়দরাবাদ, ২ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় যাত্রীবোঝাই স্করপিও গাড়ির উপর উল্টে গেল বালিবোঝাই একটি ট্রাক। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মৃত ৮ জনই স্করপিও গাড়ির যাত্রী, তাঁদের মধ্যে চালকও রয়েছেন। বুধবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কৌশাম্বী জেলার কড়াধাম কোতয়ালী এলাকার দেবীগঞ্জ মোড়ে। কৌশাম্বীর জেলাশাসক জানিয়েছেন, ‘বুধবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। স্করপিও গাড়িতে মোট ৮ জন যাত্রী ছিলেন, চালক-সহ ৭ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। টায়ার ফেটে যাওয়ার কারণেই বালিবোঝাই ট্রাকটি উল্টে যায় গাড়ির উপর। তদন্ত শুরু হয়েছে।’
কোখরাজ কোতয়ালীর শহজাদপুর থেকে দেবীগঞ্জের মহেশ্বরী গার্ডেন গিয়েছিলেন বিয়েবাড়ির অতিথিরা। বিয়েবাড়িতে আসা স্করপিও রাস্তার ধারে দাঁড়িয়েছিল, ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ চাকা ফেটে যাওয়ার কারণে একটি ট্রাক গাড়ির উপর উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হায়দরাবাদের উপকণ্ঠে চেভেল্লা টাউনে ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। মৃত ৬ জনের মধ্যে ৪ জন মহিলা ও একটি বালিকা রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ সূত্রের খবর, গাড়িতে চেপে বুধবার সকালে চেভেল্লা টাউন থেকে কর্ণাটকের গুরমিতকাল অভিমুখে যাচ্ছিলেন মোট ১১ জন। অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি।
আচমকাই বোরওয়েল রিগ নিয়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জন মহিলা, বালিকা ও গাড়ির চালকের। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়ির গতি দ্রুত গতিতে থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।