চাকরীর দাবীতে মহাকরণ অভিযান বিএড উত্তীর্ণদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ফের একবার আন্দোলনমুখী হলো বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা৷ এদিন বেকার বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের মহাকরণ অভিযান করে৷ দাবি তুলে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের এস টি জি টি, এস টি পি জি টি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া৷ বর্তমানে প্রকাশ হওয়া এস টি জি টি ১৭৫, এস টি পি জি টি ৬৫ টি পদের বিজ্ঞপ্তি বাতিল করা৷


চাকরিচ্যুত ১০,৩২৩ জনের মধ্যে শূন্য পদ থাকা ৪৪৪৫ জন সহ অন্যান্য শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা৷ কিন্তু এই দিন তাদের মহাকরণ অভিযানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এতদিন রাজ্যে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত নেই নিয়োগের জন্য বলে চিৎকার করছিলেন৷ কিন্তু বর্তমানে রাজ্যে হাজার হাজার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে হাজার হাজার শূন্য পদ গুলি পূরণ করছে না রাজ্য সরকার৷ সরকারের প্রতি ছাত্র-ছাত্রীদের সমালোচনায় এদিন ছিল দীর্ঘক্ষণের৷ কিন্তু এদিন বিপ্লব দেবের পুলিশ যুদ্ধের সাজে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের সামনে৷

ভিআইপি জোন এবং রেড জোন জমায়েত করলে গ্রেপ্তার করা বলে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতে শুরু করে এসডিপিও প্রিয়া মাধুরী৷ পরে ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল মহাকরণে ডেপুটেশন প্রদান করতে রায়৷ কিন্তু আলোচনার পর অসন্তুষ্ট প্রকাশ করে প্রতিনিধি দলটি৷ পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হবে বলে জানান প্রতিনিধি দলকে৷ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন কুসুম আক্তার, মহম্মদ ফারুক৷ পাশাপাশি এদিন ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷