মেঙ্গালুরু, ১ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের মেঙ্গালুরুর উপকূলে, আরব সাগরে ডুবে গেল মৎস্যজীবীদের একটি নৌকা। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত ১৬ জনকে মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও, আরব সাগরে তলিয়ে গিয়েছেন ৬ জন মৎস্যজীবী। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পরও ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকায় চেপে মেঙ্গালুরুর উপকূলে, আরব সাগরের অনেক গভীরে মাছ ধরতে গিয়েছিলেন ২২ জন মৎস্যজীবী। মঙ্গলবার সকালে ২২ জন মৎস্যজীবী সমেত নৌকাটি ডুবে যায়। উদ্ধার করা সম্ভব হয়েছে ১৬ জনকে, কিন্তু ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। গভীর জলে তাঁরা তলিয়ে যান। উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে নিখোঁজ ৬ জন মৎস্যজীবীর সন্ধান চলছে।

