নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষবিরতি লংঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। বিএসএফের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে নিত্যানন্দ রাই জানিয়েছেন, পশ্চিম সীমান্তে অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিবেশী বিপদজনক ভাবে ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে। পাশাপাশি তাদের (পাকিস্তান) মদতে অস্ত্রোপাচার, মাদক পাচার বেড়ে গিয়েছে সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশের চেষ্টা জন্য মাটি খুঁড়ে যেসব গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছে সেগুলো ক্রমাগত উন্মোচিত হয়ে চলেছে। ক্রমাগত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে বিএসএফ লড়াই করে চলেছে । দেশকে রক্ষা করার জন্য তারা কুর্নিশ যোগ্য। করোনা সংকটকালে বিএসএফ যেভাবে কাজ করে গিয়েছে তার ওপর আলোকপাত করতে গিয়ে নিত্যানন্দ রাই জানিয়েছেন, করোনা সঙ্কটের মধ্যে বিএসএফ যেভাবে সীমান্তকে সুরক্ষিত রেখে গিয়েছে তা কুর্নিশ যোগ্য। বিএসএফের একাধিক জওয়ান করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও হাল ছাড়েনি।
উল্লেখ করা যেতে পারে, চাওলা শিবিরে বিএসএফ নিজেদের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। যথাযথভাবে করোনা বিধি মেনেই এদিন প্যারেড ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত-পাকিস্তান যুদ্ধের পর ১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর ভারতীয় সংসদে আইন করে বিএসএফের প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে দেশের সীমান্তকে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ লাগোয়া সীমান্তকে ক্রমাগত নিরাপত্তা দিয়ে চলেছে তারা। ভারতীয় সেনাবাহিনীর পর দেশের মধ্যে দ্বিতীয় জনপ্রিয় বাহিনী এটি। এমনকি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএসএফ। এই বাহিনীর নিজস্ব আর্টিলারি ডিভিশন রয়েছে।

