আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় অতীতে খেলাধুলায় দলবাজি হতো৷ শুধু তা-ই নয়, রাজ্যের আনাচে-কানাচে বহু বিদেশির মূর্তি বসানো হলেও, নেতাজির মূর্তি এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সেও স্থান পায়নি৷ আজ সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই পূর্বতন সরকার এবং বামেদের তোপ দাগেন৷
এদিন তিনি বলেন, আজ এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি৷ কিন্তু দুর্ভাগ্য এই যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই কমপ্লেক্স হলেও এখানে পূর্বতন সরকার নেতাজির কোনও মূর্তিই স্থাপন করেনি৷ তিনি আক্ষেপ করে বলেন, অথচ রাজ্যের আনাচে-কানাচে অনেক বিদেশির মূর্তি রয়েছে, কিন্তু নেতাজির মূর্তি বসানোর প্রয়োজন কেউ বোধ করেননি৷ তাঁর দাবি, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে৷ সরকার পরিবর্তনের সঙ্গে মানুষের মানসিকতাও পরিবর্তন হচ্ছে৷
মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় ক্রীড়াক্ষেত্রেও দলবাজি চলত৷ পার্টি নেতৃত্বের ছেলেকে দলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতো৷ কিন্তু আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কেউ এ-কথা বলতে পারবেন না, কাউকে ফোন করে বলেছি, আমার দলের ছেলেকে টিমে নিন, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷
মুখ্যমন্ত্রীর মতে, আমাদের তরুণ প্রজন্মকে মনে রাখতে হবে, ক্রীড়াক্ষেত্র এমন একটা জায়গা যেখান থেকে দেশের গর্ব হয়ে ওঠা যায়৷ তাঁর বক্তব্য, প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আবদুল কালামকে যত জন চেনেন শচীন তেণ্ডুলকরকেও সমপরিমাণ লোক চেনেন৷ দিয়েগো মারাদোনার জীবনাবসানের পর সারা দুনিয়া কান্নায় ভেঙে পড়েছে৷
তিনি এদিন দাবি করেন, ত্রিপুরা সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কার্যধারা পরিচালনা করছে৷ ক্রীড়া ও সাংসৃকতিক ক্ষেত্রের উন্নয়নও তার মধ্যে অন্যতম৷ তাঁর কথায়, খেলাধুলা ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা নেয়৷ তাই আমাদের নতুন প্রজন্মকে আরও বেশি করে ক্রীড়ামুখী করে গড়ে তোলার কাজ আমাদের করতে হবে৷ সুস্থ সমাজ গঠনে যার ভূমিকা অপরিসীম৷

