মানামা, ১ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিল্টন। মঙ্গলবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছে। করোনা-আক্রান্ত হওয়ার পর থেকেই লুইস আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইনে সাখির গ্র্যান্ড প্রিক্স শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে সাখির গ্র্যান্ড প্রিক্স মিস করবেন লুইস।
হ্যামিল্টনের মার্সিডিজ টিম জানিয়েছে, সোমবার সকালে লুইসের শরীরে করোনার হালকা উপসর্গ দেখা দেয়। পরে টেস্ট করার পর জানা যায় লুইস কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। লুইস হ্যামিলটন তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার যিনি করোনা আক্রান্ত হলেন। তাঁর আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনা-আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী বাহারাইন গ্রাঁ প্রি-তে মার্সিডিজের হয়ে নামতে চলা লুইসের পরিবর্ত এখনও ঘোষণা করেনি ওই সংস্থা। এর আগে ৩ বার পরীক্ষা করে হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৪ ডিসেম্বর প্রথম প্র্যাক্টিসের আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আর নামা হচ্ছে না লুইসের।
