কুম্ভের মেলায় প্রয়োজন করোনা প্রতিষেধকের, দাবি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি. স.): মঙ্গলবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, করোনা প্রতিশোধক যখন বন্টন করা হবে তখন আগামী বছর হরিদ্বারে আয়োজিত কুম্ভ মেলাকেও যেন গুরুত্ব দেওয়া হয়।


 এদিন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, ‘ আমরা বিশ্বাস করি করোনা প্রতিষেধক শীঘ্রই আমাদের বিশেষজ্ঞরা তৈরি করবে। প্রতিষেধকের সরবরাহ সুনিয়জিত ভাবে করার জন্য এখন থেকেই পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের কুম্ভের মেলার আয়োজন করা হবে। সেখানে বিপুল জনসমাগম হবে। এই মেলা আয়োজনের সময় পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন। প্রতিষেধক সরবরাহ করার সময় কুম্ভের মেলাকে যেন মাথায় রাখা হয়। স্টিয়ারিং কমিটির গঠন করা হয়েছে। জেলাস্তরে টাস্কফোর্স গঠন করা হয়েছে।


এদিনের বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী বলেন, দেশের আট রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই সকল রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।