BRAKING NEWS

‘অপু’ – স্মৃতির আলোকে বাংলা চলচ্চিত্র জগতের মহীরুহ

সৌমিত্র চট্টোপাধ্যায় (জন্ম – জানুয়ারি ১৯, ১৯৩৫ : মৃত্যু – নভেম্বর ১৫, ২০২০) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পি হিসেবেও তাঁর নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও। সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন।

সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। তিনি একজন খুব উচ্চমানের আবৃত্তিকারও বটে।

শৈশব ও কৈশোর

চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্রর পিসিমা তারা দেবীর সঙ্গে ‘স্যার’ আশুতোষ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কলকাতা হাইকোর্টের জাস্টিস রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। সৌমিত্রর পিতৃদেব কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন এবং প্রতি সপ্তাহান্তে বাড়ি আসতেন। সৌমিত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন কৃষ্ণনগরের সেন্ট জন্স বিদ্যালয়ে। তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্রর বিদ্যালয়ও বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জিলা স্কুল থেকে। তারপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স (বাংলা) পাস করার পর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টস-এ দু-বছর পড়াশোনা করেন। 

সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ

সৌমিত্র চট্টোপাধ্যায়-এর সর্বপ্রথম কাজ প্রখ্যাত চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায়-এর অপুর সংসার ছবিতে যা ১৯৫৯ খ্রিষ্টাব্দে নির্মিত হয়। ছবিটি পরিচালকের ৫ম চলচিত্র পরিচালনা। তিনি এর আগে রেডিয়োর ঘোষক ছিলেন এবং মঞ্চে ছোটো চরিত্রে অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেন। তিনি সত্যজিৎ রায় নির্মিত বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন। তার অভিনীত কিছু কিছু চরিত্র দেখে ধারণা করা হয় যে তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্টগুলো লেখা হয়। সত্যজিৎ রায়-এর দ্বিতীয় শেষ চলচিত্র শাখা প্রশাখা-তেও তিনি অভিনয় করেন।

ফেলুদা

তার অভিনীত চরিত্রগুলোর ভিতরে সবথেকে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। প্রথমে ফেলুদা চরিত্রে তার চেয়েও ভালো কাউকে নেওয়ার ইচ্ছে থাকলেও তার অভিনীত ফেলুদার প্রথম ছবি সোনার কেল্লা বের হওয়ার পর সত্যজিৎ রায় স্বীকার করেন যে, তার চেয়ে ভালো আর কেউ ছবিটি করতে পারতনা।

উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকা

খ্রিষ্টাব্দছবির নামঅভিনীত চরিত্রের নামপরিচালককাহিনিকার
১৯৫৯অপুর সংসারঅপুসত্যজিৎ রায়বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯৬০ক্ষুধিত পাষাণতপন সিংহরবীন্দ্রনাথ ঠাকুর
১৯৬০দেবীসত্যজিৎ রায়প্রভাত কুমার মুখোপাধ্যায়
১৯৬১স্বরলিপিঅসিত সেন
১৯৬১সমাপ্তি তিনকন্যাসত্যজিৎ রায়রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৬১স্বয়ম্বরাঅসিত সেন
১৯৬১পুনশ্চমৃণাল সেন
১৯৬১ঝিন্দের বন্দিময়ূরবাহনতপন সিংহশরদিন্দু বন্দোপাধ্যায়
১৯৬২শাস্তিদয়াভাই
১৯৬২অতল জলের আহ্বানঅজয় কর
১৯৬২আগুনঅসিত সেন
১৯৬২বেনারসীঅরূপ গুহঠাকুরতা
১৯৬২অভিযাননরসিংসত্যজিৎ রায়
১৯৬৩সাত পাকে বাঁধাসুখেন্দুঅজয় কর
১৯৬৩শেষ প্রহরপ্রান্তিক
১৯৬৩বর্ণালীঅজয় কর
১৯৬৪প্রতিনিধিমৃণাল সেন
১৯৬৪চারুলতাঅমলসত্যজিৎ রায়রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৬৪কিনু গোয়ালার গলিও সি গাঙ্গুলী
১৯৬৪অয়নান্তসন্ধানী
১৯৬৫বাক্স বদলনিত্যানন্দ দত্ত
১৯৬৫কাপুরুষসত্যজিৎ রায়
১৯৬৫একই অঙ্গে এত রূপহরিসাধন দাশগুপ্ত
১৯৬৫একটুকু বাসাতরুণ মজুমদার
১৯৬৫আকাশ কুসুমঅজয়মৃণাল সেন
১৯৬৬মনিহারসলিল সেন
১৯৬৬কাচ কাটা হীরেঅজয় কর
১৯৬৬অঙ্গীকারসুশীল ঘোষ
১৯৬৬জোড়া দিঘির চৌধুরী পরিবারঅজিত লাহিড়ী
১৯৬৭হঠাৎ দেখানিত্যানন্দ দত্ত
১৯৬৭হাটে বাজারেতপন সিংহ
১৯৬৭প্রস্তর স্বাক্ষরসলিল দত্ত
১৯৬৭অজানা শপথসলিল সেন
১৯৬৭মহাশ্বেতাপিনাকি মুখোপাধ্যায়
১৯৬৮পরিশোধঅর্ধেন্দু সেন
১৯৬৮বাঘিনীবিজয় বসু
১৯৬৯তিন ভুবনের পারেআশুতোষ বন্দোপাধ্যায়
১৯৬৯পরিণীতাশেখরঅজয় করশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯৬৯অপরিচিতসলিল দত্ত
১৯৬৯চেনা অচেনাহিরেন নাগ
১৯৬৯বালক গদাধরহিরন্ময় সেন
১৯৭০অরণ্যের দিনরাত্রিঅসীমসত্যজিৎ রায়সুনীল গঙ্গোপাধ্যায়
১৯৭০আলেয়ার আলোমঙ্গল চক্রবর্তী
১৯৭০পদ্ম গোলাপঅজিত লাহিড়ী
১৯৭০প্রথম কদম ফুলইন্দর সেন
১৯৭১মাল্যদান-অজয় কর
১৯৭১খুঁজে বেড়াইসলিল দত্ত
১৯৭১সংসারসলিল সেন
১৯৭২স্ত্রীসলিল দত্ত
১৯৭২জীবন সৈকতেস্বদেশ সরকার
১৯৭২অপর্ণাসলিল সেন
১৯৭৩নতুন দিনের আলোঅজিত গাঙ্গুলী
১৯৭৩বসন্ত বিলাপদিনেন গুপ্ত
১৯৭৩নিশিকন্যাআশুতোষ বন্দোপাধ্যায়
১৯৭৩অশনি সংকেতসত্যজিৎ রায়বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯৭৩রক্ত (বিলেত ফেরত )চিদানন্দ দাশগুপ্ত
১৯৭৩শেষ পৃষ্ঠায় দেখুনসলিল দত্ত
১৯৭৩অগ্নি ভ্রমরঅজিত গাঙ্গুলী
১৯৭৩এপার অপারআশুতোষ বন্দোপাধ্যায়
১৯৭৪সোনার কেল্লাপ্রদোষ চন্দ্র মিত্র / ফেলুদাসত্যজিৎ রায়সত্যজিৎ রায়
১৯৭৪সঙ্গিনী
১‌৯৭৪অসতী
১৯৭৪যদি জানতেম
১৯৭৪সংসার সীমান্তে
১৯৭৬দত্তা– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯৭৮জয় বাবা ফেলুনাথপ্রদোষ চন্দ্র মিত্র / ফেলুদাসত্যজিৎ রায়সত্যজিৎ রায়
১৯৭৯নৌকাডুবিরবীন্দ্রনাথ ঠাকুর
১৯৭৯দেবদাসশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯৭৯গণদেবতাতরুণ মজুমদার
১৯৮০হীরক রাজার দেশেউদয়ন পন্ডিতসত্যজিৎ রায়সত্যজিৎ রায়
১৯৮১খেলার পুতুল
১৯৮৩অমর গীতি
১৯৮৪কোণিক্ষিদ দা
১৯৮৪ঘরে বাইরেসন্দীপসত্যজিৎ রায়রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৮৬শ্যাম সাহেব
১৯৮৭একটি জীবন
১৯৮৮লা ন্যুই বেঙ্গলি (Nuit Bengali, La)
১৯৮৯গণশত্রুডা. অশোক গুপ্তসত্যজিৎ রায়হেনরিক ইবসেন /সত্যজিৎ রায়
১৯৯০শাখাপ্রশাখাপ্রশান্তসত্যজিৎ রায়সত্যজিৎ রায়
১৯৯২তাহাদের কথাবুদ্ধদেব দাশগুপ্ত
১৯৯২মহাপৃথিবী
১৯৯৪হুইল চেয়ারতপন সিংহ
১৯৯৪উত্তরণসন্দীপ রায়সত্যজিৎ রায়
১৯৯৪সোপাণ
১৯৯৬বৃন্দাবন ফিল্ম স্টুডিয়োজ (Vrindavan Film Studios)
১৯৯৯অসুখ
২০০০পারমিতার একদিনঅপর্ণা সেন
২০০১দেখা
২০০২সাঁঝবাতির রূপকথারা
২০০২আবার অরণ্যেঅসীমগৌতম ঘোষগৌতম ঘোষ
২০০৩পাতালঘর
২০০৪Schatten der Zeit (শ্যাডোস অফ টাইম )ফ্লোরিয়ান গ্যালেনবারগারফ্লোরিয়ান গ্যালেনবারগার
২০০৫ফালতু
২০০৫নিশিযাপন,সন্দীপ রায়সন্দীপ রায়
২০০৫১৫ পার্ক অ্যভিনিউ
২০০৬দ্য বঙ কানেকশনঅঞ্জন দত্ত
২০০৭চাঁদের বাড়িতরুণ মজুমদার

সৌমিত্র চট্টোপাধ্যায় কর্তৃক অভিনীত / নির্দেশিত নাটক (সাল ২০০০ পর্যন্ত)

খ্রিষ্টাব্দনাটকের নাম
১৯৬৩তাপসী
১৯৭৮নামজীবন
১৯৮৩রাজকুমার
১৯৮৭ফেরা
১৯৮৮নীলকন্ঠ
১৯৯০ঘটক বিদায়
১৯৯২দর্পণে শরৎশশী
১৯৯৪চন্দনপুরের চোর
১৯৯৫টিকটিকি
১৯৯৮প্রাণতপস্যা
শেষের কবিতা(শ্রুতিনাটক)

পুরস্কার

  • ২০০৪ – পদ্ম ভূষণ, ভারত সরকার
  • ২০১২ – দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারত সরকার
  • ২০১৭ – লিজিওন অফ অনার ফ্রান্স সরকার
  • Commandeur de l’ Ordre des Arts et des Lettres ফ্রান্স
  • ২০১৭ – বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকার (২০১৩ সালে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন)

তথ্যসূত্র : উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *