কাঞ্চনপুরে গ্রেপ্তার দুই নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের মালাকার বস্তি এলাকা থেকে দুই নেশা কারবারিকে আটক করেছে পুলিশ৷ যে তাদের মধ্যে একজন পানিসাগর এর ডিএম অফিসের ক্লার্ক৷ তার নাম সনদ চাকমা৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে কাঞ্চনপুরের মহকুমা পুলিশ আধিকারিক বিক্রম শুক্লাদাস সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর অ্যাপসডিএম অফিসের ক্লার্ক সনদচাকমাসহ দুজনকে হেরোইনসহ কাঞ্চনপুরের মালাকার বস্তি থেকে আটক করেছেন৷মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা নেশা কারবার এর সঙ্গে জড়িত রয়েছে বলে তার কাছে খবর রয়েছে৷

সেই খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে হাতেনাতে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন তিনি৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷উল্লেখ্য মহকুমা শাসক অফিসের একজন তরুণের নেশাজাতীয় সামগ্রিক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সংবাদ খুবই তাৎপর্যপূর্ণ উদ্বেগজনক৷ রাজ্য সরকার এবং প্রশাসন নেশা জাতীয় সামগ্রী পাচার রোধ এবং নেশা বিরোধী রাজ্য গঠনের জন্য যখন উদ্যোগ গ্রহণ করেছে ঠিক সেই সময়ে প্রশাসনের অভ্যন্তরের একাংশ লোকজন এভাবে নেশা পাচারে জড়িত থাকার ঘটনা খুবই বিপদজনক প্রবণতা৷এ ধরনের কাজে যোগ তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷