BRAKING NEWS

সপা প্রার্থীকে হারাতে বিজেপিকেও ভোট দিতে প্রস্তুত : মায়াবতী

লখনউ, ২৯ অক্টোবর (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে বহুদিনের চাপা ক্ষোভ উগরে দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। মায়াবতী জানিয়ে দিলেন, উত্তর প্রদেশে আসন্ন এমএলসি নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করার জন্য, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে বিএসপি। প্রয়োজন হলে বিজেপি প্রার্থী অথবা অন্য কোনও দলের প্রার্থীকেও যদি ভোট দিতে হয়, তাও করবে বহুজন সমাজ পার্টি। সপা-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বৃহস্পতিবার মায়াবতী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, উত্তর প্রদেশে আসন্ন এমএলসি নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করার জন্য, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। দরকার পরলে বিজেপি প্রার্থী অথবা অন্য কোনও দলের প্রার্থীকেও ভোট দিতে প্রস্তুত আমরা।


সমাজবাদী পার্টির বিরুদ্ধে কেন এত রাগ? উত্তর মায়াবতী নিজেই দিয়েছেন। বিএসপি সুপ্রিমোর কথায়, ‘লোকসভা নির্বাচনের সময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সপা-র সঙ্গে হাত মিলিয়েছিল আমাদের দল। তাঁদের পরিবারের মধ্যেই বিবাদের কারণে, বিএসপি-র সঙ্গে জোটে তাঁরা খুব বেশি কিছু করে উঠতে পারেনি। নির্বাচন পরবর্তী সময়ে আমাদের প্রতি কোনও সাড়াশব্দও ছিল না তাঁদের, তাই আমাদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি।’ মায়াবতী আরও বলেন, লোকসভা নির্বাচনের পর আমাদের প্রতি সমাজবাদী পার্টির আচরণ দেখে আমরা বুঝতে পারি, তাঁদের বিরুদ্ধে ১৯৯৫ সালের ২ জুনের মামলা প্রত্যাহার করে আমরা বড় ভুল করেছি। বুঝতে পারি তাঁদের সঙ্গে হাত মেলানো উচিত ছিল না। এই সমস্ত বিষয় আমরা চিন্তা করে দেখেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *