নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): ভারত-আমেরিকা টু প্লাস টু বৈঠকের দিকে আপাতত বিশেষ নজর রয়েছে কূটনৈতিক মহলের। দু’দিনের এই বৈঠকে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। সোমবারই ভারতে এসে পৌঁছেছেন আমেরিকার বিদেশসচিব মাইক পম্পেয়ো ও প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার। পম্পেয়োর সঙ্গে নয়াদিল্লি এসেছেন তাঁর স্ত্রী সুসান পম্পেয়ো। ভারতে আসার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবনে, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া এবং নৌ প্রদান এডমিরাল করমবীর সিং। সাউথ ব্লকে গার্ড অফ ওনারে সম্মান জানানো হয় আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপারকে। সাউথ ব্লকে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে, মঙ্গলবার তৃতীয় ভারত-আমেরিকা টু প্লাস টু বৈঠকে অংশ নেবেন আমেরিকার বিদেশসচিব মাইক পম্পেয়ো।
বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক রয়েছে দুই আমেরিকান কূটনীতিকের। নয়াদিল্লি-ওয়াশিংটন কৌশলগত বোঝাপড়া নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। ভারতের পর শ্রীলঙ্কা, মলদ্বীপ, ইন্দোনেশিয়া সফরের কর্মসূচিও রয়েছে পম্পেয়োর। কূটনৈতিক মহল সূত্রের খবর, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষার তথ্য আদানপ্রদান, সেনা পর্যায়ের আলোচনা এবং প্রতিরক্ষা বাণিজ্যের মতো বিষয় রয়েছে আলোচ্যসূচিতে। এই টু প্লাস টু বৈঠকেই বাইল্যাটারাল এক্সচেঞ্জ কো-অপারেশন এগ্রিমেন্ট (বিইসিএ) বা ‘দ্বিপাক্ষিক মত বিনিময় ও সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা জোরদার।