নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ অক্টোবর৷৷ ইকো গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনরয়েছেন৷ হতাহতরা সহোদর ভাই বলে পরিচয় পাওয়া গেছে৷
বৃহস্পতিবার সকালে সিপাহিজলা জেলার নয়নজলা মাদ্রাসার সামনে বাইক ও ইকোগাড়ির সংঘর্ষ হয়েছে৷ এতে শ্যামল নমশূদ্র (৩১) এবং তার ছোট ভাই মাধবনমশূদ্র (২৬) গুরুতর আহত হন৷ তাদের বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেনিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উভয়ের শারীরিক অবস্থা গুরুতর দেখে জিবিহাসপাতালে স্থানান্তর করেন৷ পথে শ্যামল নমশূদ্রের মৃত্যু হয়েছে৷ তাঁর ছোটভাই আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে ঘটনা সংঘটিত করেঘাতক ইকো গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক৷কলমচৌড়া থানার পুলিশ ওই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ পুলিশ বাইকটি আটক করেথানায় নিয়ে গেছে৷