BRAKING NEWS

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত দুই জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ২১ অক্টোবর৷৷ বিশালগড় এর সৎ সঙ্গ আশ্রম সংলগ্ণ এলাকায় দুটি বাইকের সংঘর্ষে এক টিএসআর জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত টিএসআর জোয়ানের নাম সত্যেন্দ্র জমাতিয়া৷ সে পঞ্চম ব্যাটেলিয়ানের কর্মরত৷বাইক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাগ্রস্ত হয় সত্যেন্দ্র জমাতিয়ার বাইকটি৷ বাইক নিয়ে ছিটকে পড়ে টিএসআর জওয়ান সত্যেন্দ্র জমাতিয়া গুরুতরভাবে আহত হয়৷ এদিকে, উদয়পুর রমেশ চৌমূহনী এলাকার একটি লড়ি ও বাইকের সংঘর্ষে রাজারবাগ এলাকার সুমন দাস দুর্ঘটনায় আহত হন৷উদয়পুর ফায়ার সার্ভিসের কর্মীরা তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায়৷


দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ আহত টিএসআর জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে৷ বর্তমানে ওই জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা হয়েছে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বা দুটি আটক করেছে৷ চালকদের অসাবধানতা এবং দ্রুতগামী তার কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ উল্লেখ্য আগরতলা বিশালগড় রোডে প্রায় সময়ই দ্রুতবেগে যানবাহন এবং বায়ু চলাচলের ফলে দুর্ঘটনা ঘটে চলেছে৷যানবাহন এবং বাইকের গতি নিয়ন্ত্রণের জন্য কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও বিভিন্ন মহলের অভিমত৷ সে কারণেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷গোমতী জেলার কাকড়াবন থানা এলাকার পালাটানায় গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে এক ব্যক্তির গুরুতরভাবে আহত হয়েছেন৷ স্থানীয় লোকজনকে খবর দিলে দমকল বাহিনীর জওয়ানরা দীর্ঘ সময় পর ঘটনাস্থলে আসে৷ তাতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ দমকল বাহিনীর জওয়ানরা জনরোষের মুখে পড়েন৷ উত্তেজিত জনতা দমকল বাহিনীর গাড়িতে হামলা ভাঙচুর চালায়৷ উত্তেজিত জনতার আক্রমণে দমকল বাহিনীর গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়েছেন৷ এ ব্যাপারে রাধাকিশোর পর থানায় দমকল বাহিনীর পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে দমকল বাহিনীর জওয়ানরা আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷দমকল বাহিনীর জওয়ানরা অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷


এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য দমকল বাহিনীর পক্ষ থেকে দাবি জানানো হয়৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটলে খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ অনেক ক্ষেত্রে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ঘটনাস্থলে পৌঁছে দেরি হয়৷ আর তাতেই জনরোষের মুখে পড়তে হয় দমকল বাহিনীর জওয়ানদের৷ কাকড়া বনের পালাটানায় এ ধরনের ঘটনাই সংগঠিত হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশি হস্তক্ষেপে স্থানীয় জনগণ শান্ত হয়৷এলাকাবাসীর অভিযোগ দমকল বাহিনীর জওয়ানরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলে রোগীর অবস্থা এতটা গুরুত্ব আকার ধারণ করত না৷ দমকল বাহিনীর জওয়ানরা দেরিতে ঘটনাস্থলে পৌঁছার কারণেই ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে বেশ কিছুক্ষণ পরে কাতরাতে হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *