BRAKING NEWS

এনএসসিএন (আইএম)-এর গুলি-হামলা, অরুণাচল প্রদেশে শহিদ আসাম রাইফলসের জওয়ান

ইটানগর, ২১ অক্টোবর (হি.স.) : সন্দেহভাজন নাগা জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-এর ইশাক-মুইভা গোষ্ঠী (এনএসসিএন-আইএম)-র অতর্কিত হামলায় শহিদ হয়েছেন আধাসেনা আসাম রাইফেলসের এক জওয়ান। ঘটনা বুধবার অরুণাচল প্ৰদেশের তিরাপ জেলার অন্তর্গত সানলিয়াম গ্রামে সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, সনলিয়াম গ্রামে এনএসসিএন-এর ১৫ থেকে ২০ জনের এক দল ঘাঁটি গেড়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালের দিকে জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছিল আসাম রাইফেলস। অভিযান তীব্র করলে ঘন জঙ্গল থেকে আতর্কিতে আসাম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা। জবাবে পালটা গুলি ছুঁড়তে থাকে আধাসেনাও। কিন্তু জঙ্গিদের গুলিতে বিদ্ধ হন এক জওয়ান। তাঁকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। শহিদ জওয়ানের নাম জানা যায়নি।  

এদিকে, ঘটনার পর জেলা সদরের ছাউনি থেকে অতিরিক্ত বাহিনী গিয়ে অকুস্থল সনলিয়াম গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অভিযান আরও তীব্র করে তুলেছে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর রাজ্যের লংডিং জেলার ওয়াখা এবং সংখোর মধ্যবর্তী লংকাই গ্রামে আসাম রাইফেলসের গুলিতে ধরাশায়ী হয়েছিল নাগা জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-এর খাপলাং গোষ্ঠীর শীর্ষ সশস্ত্র ক্যাডার স্বঘোষিত সার্জেন্ট মেজর গানজন ওয়াংসা।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যের তিরাপ জেলার বগাপানি এলাকায় ২০১৯ সালের ২১ মে স্থানীয় বিধায়ক তিরং আবো এবং তাঁর ছেলে সহ মোট ১১ জনকে গুলি করে মেরে ফেলেছিল সন্দেহভাজন জঙ্গিরা। ওই ঘটনা এনএসসিএন (আইএম) সংগঠিত করেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে সেদিনের ঘটনার সঙ্গে জড়িত এনএসসিএন-এর চার ক্যাডারের বিরুদ্ধে চাৰ্জশিট দাখিল করেছে এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *