নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ দামছড়ার পিপলা ছড়া থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম নরেন্দ্র সিনহা৷ গত শনিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷
সংবাদ সূত্রে জানা গেছে নরেন্দ্র সিনহা এবং তার বন্ধু অঞ্জন সিনহা কবিরাজের বাড়িতে গিয়েছিল৷ রাতে অঞ্জন সিনহা বাড়িতে ফিরে আসললেও নরেন্দ্র সিনহা ফিরে আসেনি৷সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর করে তার কোন হদিস না পেয়ে দামছড়া থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়৷ এদিকে নরেন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা নিখোঁজ যুবকের উদ্দেশ্যে বের হন৷ দমকল বাহিনী এবং দাম চড়া পুলিশি অভিযানের সামিল হয়৷অভিযান চালাতে গিয়ে পিপলা ছড়ার জল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷
মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে৷ এ ঘটনার সঙ্গে তার বন্ধু অঞ্জন সিনহা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷