BRAKING NEWS

দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৯ অক্টোবর৷৷ সিপাহী জলা জেলার বক্সনগর বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম দেবাশীষ দেববর্মা৷সংবাদ সূত্রে জানা গেছে বাইক নিয়ে যাওয়ার সময় বেনুয়ারচর বাজার এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন দেবাশীষ দেববর্মা নামে ওই যুবক৷ স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে থেকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷

কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷জিপি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দেবাশীষ দেববর্মা নামে ওই যুবক৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ উল্লেখ্য রাজ্যে প্রথম ঘটনা প্রতিদিন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷প্রতিদিন এই রাজ্যের কোথাও-না-কোথাও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷৭৫ কতটা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে তাতে পরিবারের কোনো সদস্য ঘর থেকে বের হয়ে গেলে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের লোকজন রা আতঙ্কে থাকতে বাধ্য হচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *