BRAKING NEWS

ভাড়া নিয়ে জট, নাগেরজলা মোটরস্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখল চালকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ বাসে যাত্রী ভাড়া নিয়ে বচসার জেরে বাস চালক ও খালাসী কে মারধর করার প্রতিবাদে রবিবার থেকে দক্ষিণ ত্রিপুরাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়৷ বাসমালিক এবং চালকরা অভিযোগ করেছেন ভাড়া নিয়ে বচসার জেরে চালক এবং সহ চালককে বেধড়ক মারধর করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপ তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন৷


বাস মালিকরা স্পষ্ট ভাবে জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বাসে ৫০ শতাংশের অধিক যাত্রী পরিবহন করা যাচ্ছে না৷৫০ যাত্রী নিয়ে বাস চালাতে হলে দ্বিগুণ ভাড়া দিতে হবে বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷রাজ্য সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাস মালিকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে বাস চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে তারা স্পষ্টভাবে জানান৷


রবিবার সকাল থেকে নাগের জলা বাস স্ট্যান্ড থেকে কোন ধরনের বাস দক্ষিণমুখী যাত্রা না করায় যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷অচলাবস্থা নিরসনের জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার কিংবা পরিবহণ দফতরের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে৷ ফলে বা চলাচল আগামী দিনেও বন্ধ থাকার আশঙ্কা রয়েছে৷শারদ উৎসব কে সামনে রেখে এ ধরনের অচলাবস্থার সৃষ্টি হলে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *