BRAKING NEWS

মণিপুরে দ্রুত বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, কোভিড কেয়ার সেন্টার বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের

ইমফল, ১৭ অক্টোবর (হি.স.) : মণিপুরে হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় টানা বৃদ্ধি পাচ্ছে। তাই রোগীর চিকিৎসার জন্য কোভিড কেয়ার সেন্টার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের হার ৪.৫ শতাংশ এবং মৃতের হার ০.৭ শতাংশ।

মণিপুর স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ভি ভুমলুনমাঙের দাবি, লকডাউনের বিধিনিষেধ শিথিল হতেই করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। তবে আক্রান্তের হারে জাতীয় গড়ের তুলনায় মণিপুরে সংখ্যা কম রয়েছে। আক্রান্তের নিরিখে জাতীয় গড় বর্তমানে ৭.৫ শতাংশ এবং মৃতের হার ১.৫ শতাংশ। এমন-কি, ছোট রাজ্যগুলিতে গড় আক্রান্তের হার ৬.৭৭ শতাংশ এবং মৃতের হার ১.২ শতাংশ।

প্রধান সচিবের কথায়, লকডাউন সমাপ্ত হতেই মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন। এমন-কি বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তারা। তাতে সহজেই আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। তাই ইমফলের বাল ভবন খুমান লাম্পক কোভিড কেয়ার সেন্টার পুরোদমে চালু করা হয়েছে, বলেন তিনি। তাঁর দাবি, মণিপুরে ৩৬টি কোভিড কেয়ার সেন্টার রয়েছে। তাতে মোট শয্যা সংখ্যা ২,৫০০টি। এছাড়া, জেএনআইএমএস এবং রিমস হাসপাতালে করোনায় আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসার বন্দোবস্ত রয়েছে।

তিনি বলেন, মণিপুর সরকার সমস্ত হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসায় আলাদা রুম রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া, করোনা আক্রান্ত গর্ভবতী মহিলাদের জন্য পৃথক আয়োজন করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ৩৩৭ জন কোভিড-১৯ পজিটিভ রোগী নিয়ে বর্তমানে মণিপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৭১৫ জন। তাঁদের মধ্যে ১১,২৪৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। ফলে, ৩৩৬১ জন বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। এদিকে, ১০৯ জনের এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *