BRAKING NEWS

মধ্যপ্রদেশের উপ-নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

ভোপাল, ১৭ অক্টোবর (হি. স.): মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচন উপলক্ষে শনিবার ইস্তেহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস।নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, জিতু পাটওয়ার সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব।


রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে এদিনের অনুষ্ঠানে কমলনাথ জানিয়েছেন, নারকোল ফাটানো, মিথ্যা প্রতিশ্রুতি, শিলান্যাস করা ছাড়া আর কোন কাজ করেননি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যখনই নির্বাচন আসে তখন কখনও পাকিস্তান তো চিন প্রসঙ্গে চলে আসে। মূল বিষয়বস্তু এবং সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য এই প্রচেষ্টা করা হয়। নজর অন্যত্র করার রাজনীতিতে পারদর্শী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এদিনের কংগ্রেসের প্রকাশিত ইস্তেহারে কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


কংগ্রেসের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ইস্তেহারে মুদ্রিত প্রতিশ্রুতিগুলি কোনদিন বাস্তবায়িত করেনি কংগ্রেস। ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে অনেক কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল এই দলটি। কিন্তু ওই দশদিনের সময়ের মধ্যে কোনও কাজই করেনি কংগ্রেস।


উল্লেখ করা যেতে পারে ৩ নভেম্বর মধ্যপ্রদেশ ২৮ টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। ২৫ জন বিধায়কের ইস্তফা ও তিনজন বিধায়কের মৃত্যুর কারণে এই আসনগুলি ফাঁকা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *