পাটনা, ১৫ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রত্যেকদিন জোর কদমে চলছে প্রচার।প্রতিটা রাজনৈতিক দলই নিজের মতন করে রাজনৈতিক প্রচার করে চলেছে।পিছিয়ে নেই কংগ্রেসও। সভা-সমাবেশ করার পাশাপাশি সামাজিক গণমাধ্যমেও নির্বাচনী প্রচার করে চলেছে কংগ্রেস। হ্যাশট্যাগ ‘কেয়া কিয়ে হো’ নাম দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে কংগ্রেস। এই অভিযানের মূল নিশানাই হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি জোট সরকার।সরকার এতদিন পর্যন্ত যে প্রতিশ্রুতি দিয়েছে তা আদৌ পালন করেনি বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।
শতাব্দী প্রাচীন এই দলটির দাবি নীতীশ কুমারের অপশাসনে প্রতারিত হয়েছে বিহারবাসী। গত বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিহারে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। একইভাবে বিহারে বেড়ে চলেছে বেকারত্ব। বেকারত্বের হার সমস্ত সীমাকে ছাড়িয়ে গিয়েছে।রাজ্যের যুবকরা অন্যত্র কাজের সন্ধানে চলে যেতে বাধ্য হয়েছে।