অ্যাম্বুলেন্সের অভাবে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর এর গোমতী জেলা হাসপাতালে রেফার করা চার মাসের শিশু কন্যাকে অ্যাম্বুলেন্স এর অভাবে নিয়ে আসতে না পারায় বিনা চিকিৎসায় বিলোনিয়া হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুটির৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷


ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার মশাইয়ের চম্পকনগর এলাকার শিবু ত্রিপুরার চার মাসের শিশু কন্যাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চার মাসের শিশু কন্যাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করেন৷অ্যাম্বুলেন্সে করে শিশুকন্যাটিকে বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার কথা৷ কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরও অ্যাম্বুলেন্সের কোন দেখা মেলেনি৷অ্যাম্বুলেন্স এর অভাবে শিবু ত্রিপুরা নামে ওই ব্যক্তি তার চার মাসের শিশু কন্যাকে বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসতে পারেননি৷ফলে বিনাচিকিৎসায় বিলোনিয়া হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে চার মাসের শিশু কন্যা৷

মৃত শিশু কন্যার পরিবারের লোকজনের অভিযোগ করেছেন সময়মতো এম্বুলেন্স পাওয়া গেলে শিশুকন্যাটিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা সম্ভব হলে এভাবে শিশুটির মৃত্যু হত না৷ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া হাসপাতাল চত্বরে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷এই গাফিলতির জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিবু ত্রিপুরা নামে ওই ব্যক্তি৷ ভবিষ্যতে অ্যাম্বুলেন্স এর অভাবে আর যেন কোন মা-বাবা তার সন্তানকে বিনা চিকিৎসার কারণে না হারাতে হয় তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন অসহায় পরিবারের লোকজন রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *