নেশা সামগ্রীসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের সাফল্য৷ উদ্ধার করা হয় ড্রাগস ,মোবাইল ফোন৷ আটক করা হয় ২ যুবককে৷
এই সংবাদ দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, স্থানীয় বানর চৌমনীতে এক যুবক অর্থাৎ আদর্শ দেববর্মাকে এলাকার মানুষজন সন্দেহ মূলক ভাবে আটক করে৷ পরে ওই যুবকের কাছে ড্রাগসের কৌটা দেখতে পায় স্থানীয় মানুষ জন৷ তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে তেলিয়ামুড়া এসডিপিও বি. জগদীশ্বর রেড্ডি পুলিশ নিয়ে বানর চৌমনীতে গিয়ে আদর্শ দেববর্মাকে আটক করে৷ পুলিশ ধৃত যুবকের কাছে তল্লাশি চালিয়ে কয়েক কৌটা ড্রাগস সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে৷


পুলিশ আদর্শ দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে দিব্যেন্দু দেবনাথ নামে আরও এক যুবক এর সাথে জড়িত৷ পুলিশ এবং এসডিপিও কালবিলম্ব না করে দিব্যেন্দু দেবনাথের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে ৭০ কৌটা ড্রাগস, ৫০০ টি খালি কৌটা, একটি মোটর বাইক সহ দিব্যেন্দু দেবনাথকে আটক করে৷ পুলিশ ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *