দিল্লীতে অবস্থানরত বিধায়কদের সাথে আলোচনা করলেন বিজেপি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ অবশেষে জল্পনার খানিকটা অবসান হল৷ ইন্দ্রপ্রস্থে অবস্থানরত রাজ্যের কয়েকজন বিধায়কের সাথে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ প্রায় একঘন্টা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বিজেপির বিধায়কদের সাথে৷ আলোচনায় রাজ্যে বিজেপি ও সরকারের সাথে একাংশ বিধায়কের সম্পর্কের যে টানাপোড়েন চলছিল তাতে শৈত্যতা আসার পথ সুগম হতে চলেছে৷


দিল্লীতে অবস্থানরত বিধায়কদের মধ্যে রামপ্রসাদ পাল সহ চারজনের সাথে আজ জে পি নাড্ডা বৈঠক করেছেন এবং বৈঠকের পর রামপ্রসাদ পাল জানিয়েছেন শ্রীনাড্ডা তাদের বক্তব্য মনযোগ সহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে অদূর ভবিষ্যতে সম্মানজনক পদক্ষেপ গ্রহণ করবেন৷


মঙ্গলবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক সুশান্ত চৌধুরী এবং বিধায়ক পরিমল দেববর্মা৷ এদিনের আলোচনায় বিধায়করা রাজ্যে বিজেপি দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যাগুলি হচ্ছে তা সবিস্তারে জে পি নাড্ডাকে অবহিত করেছেন৷ আলোচনার পর বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন, সভাপতি জে পি নাড্ডা সমস্ত বিষয় খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছি৷ সরকার ও শাসক দলের সাথে বিজেপির একাংশ বিধায়কের টানাপোড়েন চলছিল৷ ওই বিধায়করা তাদের মতামত প্রকাশ করার জন্য দিল্লীতে ছুটে গিয়েছেন৷ সেখানে কদিন ধরে ঘাঁটি গড়ে বসে আছেন৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালান৷ অবশেষে মঙ্গলবার জে পি নাড্ডার সাথে আলোচনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *