কৃষক সভা ও সিআইটিইউর প্রতিবাদ মিছিলের গতি রোধ করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ সারা ভারত কৃষক সভা এবং সিআইটিইউর উদ্যোগে আজ আগরতলা সিটি সেন্টারের সামনে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভা শুরুর আগে মেলার মাঠ থেকে এক মিছিল শুরু হয়৷ মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে৷ মিছিলের গতি রোধ করার পরপরই সেখানে জমায়েত হয়৷


জমায়াতে বক্তব্য রাখেন সেতুর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ জমায়াতে বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা মানিক দে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷ উত্তরপ্রদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা উপর্যপরি বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেছেন মানিকবাবু৷ সেখানে আইনের শাসন নেই জঙ্গলে রাজত্ব কায়েম হয়েছে৷


বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি৷ রাজ্যে আইনশঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সমাজের সকল অংশের মানুষজনকে নারী নির্যাতন বন্ধ করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সিট্যু নেতা মানিক দে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *