BRAKING NEWS

মন্দির খুলতে চেয়ে মুম্বইয়ে বিক্ষোভ বিজেপির, উদ্ধবকে চিঠি রাজ্যপালের

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): ভক্তদের জন্য খুলে দিতে হবে সমস্ত মন্দির, এই দাবিতে মঙ্গলবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, শিরডি সাই বাবা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ প্রদর্শনের মধ্যেই, জোর করে সিদ্ধি বিনায়ক মন্দিরে ঢোকার চেষ্টা করায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা প্রসাদ লাডও। এছাড়াও কোভিড-১৯ সতর্কতা মেনে ধর্মীয় স্থান খোলার জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে চিঠিও লিখেছেন রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারী। রাজ্যপাল চিঠিতে লেখেন, ‘আপনি হঠাৎই ধর্মনিরপেক্ষ হয়ে উঠেছেন, যে শব্দ আপনি ঘৃণা করতেন?’ রাজ্যপালকে পাল্টা উত্তরে উদ্ধব জানিয়েছেন, ‘আমি এমন একজন মানুষ যে হিন্দুত্ব অনুসরণ করি, আপনার কাছ থেকে আমার হিন্দুত্ব যাচাইয়ের কোনও প্রয়োজন নেই।’


ভক্তদের জন্য সমস্ত মন্দির খোলার দাবিতে মঙ্গলবার সকালে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, শিরডি সাই বাবা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা প্রবীণ দারেকার বলেন, ‘মদের দোকান খুলে দেওয়া হয়েছে, হোম ডেলিভারিও শুরু হয়েছে। কিন্তু, মানসিক শান্তির জন্য যাঁরা মন্দির যেতে চাইছেন, তাঁদের কথা কে ভাববে? মন্দিরের উপর যাঁদের জীবিকা নির্বাহ করে তাঁদের কথা সরকার ভাবছেই না।’ আবার বিজেপি নেতা প্রসাদ লাড বলেন, ‘সিদ্ধি বিনায়ক মন্দিরে আমাদের ঢুকতে দেওয়া না হলে, আমরা জোর করে ঢুকবো।’ পরে জোর করে সিদ্ধি বিনায়ক মন্দিরে ঢোকার চেষ্টা করায় প্রসাদ লাড-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ।


ধর্মীয় স্থান খোলা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে চিঠি লেখেন রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারী। রাজ্যপাল চিঠিতে লেখেন, ‘আপনি হঠাৎই ধর্মনিরপেক্ষ হয়ে উঠেছেন, যে শব্দ আপনি ঘৃণা করতেন?’ রাজ্যপালকে পাল্টা উত্তরে উদ্ধব জানিয়েছেন, ‘হঠাৎ করে লকডাউন চাপিয়ে দেওয়া যেমন সঠিক ছিল না, একধাক্কায় রদ করাও ঠিক নয়। আর হ্যাঁ, আমি এমন একজন মানুষ যে হিন্দুত্ব অনুসরণ করি, আপনার কাছ থেকে আমার হিন্দুত্ব যাচাইয়ের কোনও প্রয়োজন নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *