BRAKING NEWS

লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতি অনুভূত হচ্ছে : তেজস্বী যাদব

পাটনা, ১৩ অক্টোবর (হি. স.): বেজে উঠেছে বিহারে নির্বাচনের দামামা। জোর কদমে চলছে প্রচার।একদিকে যখন পাটনার মসনদ ধরে রাখতে মরিয়া জেডিইউ-বিজেপি জোট।তখন ক্ষমতা দখলের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস- আরজেডি।কিন্তু এই নির্বাচনের যুদ্ধে বরিষ্ঠ রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতিকে একান্তভাবে অনুভব করছেন পুত্র তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।


নির্বাচনী প্রচারে লালুপ্রসাদ যাদব যে থাকতে পারবেন না সেটা ভালো করেই জানেন পুত্র তেজস্বী।কিন্তু পিতার অভিজ্ঞতা যে দল এবং জোটকে বিপক্ষে তুলনায় অনেক বেশি এগিয়ে রাখত তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।মঙ্গলবার তিনি জানিয়েছেন, শুধুমাত্র দল নয় গোটা বিহারবাসী লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতিকে অনুভব করছেন।গত বিধানসভা নির্বাচনে আরজেডি এবং লালুপ্রসাদ যাদবের প্রতি রাজ্যবাসী নিজেদের বিশ্বাস দেখিয়েছিল। মূলত তাঁর জন্যই সেবার বিধানসভা নির্বাচনে রাজ্যে বৃহত্তম দল হয়েছিল আরজেডির । লালুপ্রসাদ যাদব যে পথ দেখিয়ে গিয়েছেন তা মেনেই চলছে আরজেডি। বিধানসভা নির্বাচনে দলের প্রত্যেক কটা নেতাকে বেশি পরিশ্রম করতে হবে জয়ের লক্ষ্যে। সশরীরে না থাকলেও দলের নেতাদের বার্তা দিয়েছেন লালুপ্রসাদ।তিনি সাধারণ মানুষের পাশে গিয়ে দলের নেতাদের দাঁড়াতে বলেছেন। দুঃখের এই কঠিন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন।


উল্লেখ করা যেতে পারে, পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চাইবাসা ট্রেজারি মামলায় ঝাড়খন্ড হাইকোর্ট লালুপ্রসাদ যাদবকে জামিন দিয়েছে। কিন্তু অপর একটি মামলায় তিনি জামিন পাননি।শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।তেজস্বী আশা প্রকাশ করেছেন যে আরজেডি এবং কংগ্রেসের মহাজোট ক্ষমতায় ফিরলে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লালুপ্রসাদ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *