শিশুকন্যাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বিশালগড় এর নেহাল চন্দননগরে ১০বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত টি এস আর জোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্ত জোয়ানের নাম বাবুল দাস৷সে টিএসআরের ১১ নম্বর ব্যাটেলিয়ান গোকুলনগর এ কর্মরত ছিল৷


সম্প্রতি নেহাল চন্দননগরে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে বিশালগড় থানায় অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ নেহাল চন্দ্রনগর এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷আদালত থেকে তাকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়৷

ধর্ষিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে অভিযুক্ত জোয়ানের পক্ষ থেকে ঘটনাটির মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল৷ ধর্ষিতার পরিবার কোনভাবে আপস-মীমাংসা রাজি না হওয়ায় তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷পাশবিক লালসার ঘটনায় জড়িত অভিযুক্ত টিএইচ ৮ জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *