নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ অক্টোবর৷৷ গন্ডাছড়া মহকুমার চাকমা সোসিও কালচারাল ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে রবিবার ২০২০ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ন চাকমা ছাত্র ছাত্রীদের কৃতী সংবর্ধনা দেওয়া হয়৷ এদিন মহকুমা এলাকার তের জন চাকমা কৃতী ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র এবং ট্রপি দিয়ে সংবর্ধনা জানানো হয়৷
মহকুমার গাছ বাগান সিত জয় চন্দ্র চাকমা পাড়া জে.বি সুকল মাঠে অনুষ্টিত কৃতী সংবর্ধনা অনুষ্টানে উপসিত ছিলেন সমাজসেবক বিকাশ চাকমা,সংগঠনের মহকুমা নেতৃত্ব সুভাষ চাকমা, নৃপন চাকমা,সাগর চাকমা, দুর্গাচরন চাকমা, চন্দ্রজয় চাকমা, চারু বিকাশ চাকমা প্রমুখরা৷ এই দিনের কৃতী সংবর্ধনা অনুষ্টানকে ঘিরে ছাত্র ছাত্রী, অভিবাবকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷