নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স): আন্তর্জাতিক শিশু কন্যা সন্তান দিবস উপলক্ষে মানবিক আবেদন সকল দেশবাসীর কাছে করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার নিজের টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে আসুন অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের কন্যা সন্তানদেরকে নিরাপদ, সাম্য, উন্নততর এবং অনেক সুযোগে ভরা একটা পৃথিবীর উপর দিই।
উল্লেখ করা যেতে পারে এ বছরের আন্তর্জাতিক শিশু কন্যা দিবসের থিম হচ্ছে ‘সমানাধিকার ভবিষ্যৎ-এর লক্ষে আমার কন্ঠ।’ সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ।এই নারকীয় ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল।