ইয়েরেভান, ১১ অক্টোবর (হি. স.): আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নাগোরনো-কারাবাখের আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। রবিবার অধিকৃত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উল্লেখ করে এমনটাই জানিয়েছে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ান এ খবর জানিয়েছে।
আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ানের খবরে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে সর্বমোট ৪২৯ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। গত মাসের শেষের দিকে নতুন করে শুরু হওয়া যুদ্ধে আর্মেনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়।
শুক্রবার রাশিয়ার মধ্যাস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। এদিকে শনিবার স্থানীয় সময় ১২ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।
এর আগে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান। যদিও আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে।