চার দফা দাবীতে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাকে বাম ছাত্র সংগঠনের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ চার দফা দাবিতে শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে বাম ছাত্র সংগঠন এসএফআইএবং টিএসইউ৷


সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেছে তাই রাজ্য সম্পাদক অনির্বাণ দেব বলেন রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বাস্তবসম্মত নয়৷ একহাতে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার গ্রহণ না করে অভিভাবকদের কাছ থেকে মুচলেখা আদায় করে বিদ্যালয় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

রাজ্য সরকারের এই মানসিকতার তীব্র সমালোচনা করেছে ছাত্রসংগঠন এসএফআই এবং টি এস ইউ৷ কলেজ তরে ভর্তির জন্য যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মারাত্মক জটিলতা রয়েছে৷অবিলম্বে মেধাতালিকায় স্বচ্ছতা ফিরিয়ে আনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷দ্বাদশ উত্তেজনা প্রত্যেক ছাত্রছাত্রীর যাতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য শিক্ষা অধিকর্তার কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷শিক্ষা অধিকর্তা দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন৷