নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ রাজধানীর লেক চোমুহনী সংলগ্ণ ডিম সাগরএলাকা থেকে একটি বাইক চুরি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে ডিম সাগর এলাকার একটি বাড়িতে কাজ করছিল রাজমিস্ত্রি ও অন্যান্য নির্মাণ শ্রমিকরা৷ বাড়ির সামনে একটি পালসার বাইক রেখে কাজ করছিল এক রাজমিস্ত্রি৷ কাজ শেষ করে ফেরার সময় লক্ষ্য করে তার বাইকটি সেখানে নেই৷সঙ্গে সঙ্গে বিষয়টি পশ্চিম থানার পুলিশকে জানানো হয়৷ যে বাড়িতে তারা কাজ করছিল সেই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল৷
সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়লেও সেটি অস্পষ্ট থাকায় কে এই চুরির ঘটনায় জড়িত তা স্পষ্টভাবে বোঝা যায়নি৷ পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় সাম্প্রতিককালে বাইক চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷

