মুম্বই, ৬ অক্টোবর (হি. স.) : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদঘাটন করার সময় সিবিআইয়ের হয়েছে। সিবিআইয়ের উচিত জনসমক্ষে বিবৃতি দিয়ে সত্য প্রকাশে আনুক। ইতিমধ্যেই এইমস নিজেদের রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। এইমসের তরফে আত্মহত্যার দাবি করা হয়েছে।
অনিল দেশমুখ আরো জানিয়েছেন মুম্বই পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আত্মহত্যার অ্যাঙ্গেলকে ভর করে তদন্ত করে যাচ্ছিল। সেই সময় বিরোধীরা সন্দেহ প্রকাশ করেছিল। সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্ত ছড়িয়েছে যাচ্ছিল। বিরোধীরা শিবাজী মহারাজের মহারাষ্ট্রকে অপমান করার জন্য উঠে পড়ে লেগেছিল। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এই দলকে নেতৃত্ব দিয়েছিল। বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে মহারাষ্ট্র পুলিশ এবং গোটা রাজ্যকে কালিমালিপ্ত দেশের সামনে করেছে। গুপ্তেশ্বর পান্ডে হয়ে কি দেবেন্দ্র ফড়নবিশ নির্বাচনী প্রচার চালাবে। মহারাষ্ট্র কে যারা বদনাম করবে তাদের বিরুদ্ধে সাইবার সেল পদক্ষেপ গ্রহণ করবে। এখনো পর্যন্ত এই সংক্রান্ত ৮০ হাজারেরও বেশি ভুয়া অ্যাকাউন্টের খোঁজ সামাজিক মাধ্যমে মিলেছে। মহারাষ্ট্র কালিমালিপ্ত যারা করেছে তাদের নাম শীঘ্রই প্রকাশ্যে আনা হবে।