আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তবে স্বস্তির খবরও রয়েছে৷


ত্রিপুরায় ২৪ ঘণ্টায় ২৫৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা এখনও বেশি৷ মৃতের সংখ্যাও আজ গত কয়েকদিনের তুলনায় কম হয়েছে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ২৭,০৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ২২,১০৮ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে ৪,৬০১ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷
গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ১২৯৯ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাঁদের মধ্যে ১৫৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এদিকে, ২৪ ঘণ্টায় আরও দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তাতে ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমণে ২৯৮ জনের মৃত্যু হয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.৭৬ শতাংশ৷ অন্যদিকে সুস্থতার হার ৮১.৮৫ শতাংশ৷ তবে, মৃতের হার সামান্য বদল হয়েছে৷ বর্তমানে মৃতের হার বেড়ে হয়েছে ১.১ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *